প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:২৭
অচিরেই অনন্ত চেতনার বিলীন ঘটবে
বিলুপ্ত হবার জন্যই হয়তো এতকিছুর জন্ম
নতুবা কেনই নরম উষ্ণ বালুর বুকে সবুজ শষ্য জন্মাবে?
যত্নহীন তরুলতায় কীটপতঙ্গ বাসা বাঁধবে।
নিশ্চিহ্ন হওয়ার কথা অনেক আগেই
এতো কাল হয়তো অপেক্ষায় ছিলো!
কবে আয়োজন করে শেষটা দেখা হবে
বিশ্বাসের ফাঁদে পড়েই উপসংহার টানতে হলো।
আমরা মনুষ্য জাতি জন্মগতভাবে বাহানায় শ্রেষ্ঠ
সময় নামক অদ্ভুত বস্তুর কাছে বারংবার হার মানি
কতশত আবিষ্কার আমাদের পারিনা শুধু সময়ের সাথে
অপেক্ষা আর আক্ষেপ নিয়ে বাধ্য হয়ে বেঁচে থাকতে হয়।
রঙিন স্বপ্ন আর কল্পনা কে পুঁজি করে শুরুটা হয়
অন্ধকারে আলোর পথ সৃষ্টিতে কতশত উন্মাদনা
কতপথ একলা পারি দিতে হয়!
কত রাত না ঘুমিয়ে কেটে যায়
শুধু জীবন্ত উপন্যাস তৈরি হবে বলে,
তবুও শ্রেষ্ঠাংশে একচ্ছত্র অভিমান রয়েই যায়
বিশ্বাস ধ্বংস হবে বলেই এতকিছুর আয়োজন।
মন্তব্য করুন: