প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৮
মাহির ছিল গ্রামের এক সাধারণ ছেলে। পড়াশোনার পাশাপাশি তার ছিল নতুন কিছু খুঁজে পাওয়ার অদম্য আগ্রহ। প্রতিদিন স্কুল শেষে সে গ্রামের আশেপাশের অরণ্যে ঘুরে বেড়াতো। একদিন, এমনই এক নির্জন দুপুরে সে আবিষ্কার করে একটি পুরনো গুহার দরজা। এই দরজাটি এতদিন কেউ দেখেনি, এমনকি সে নিজেও বহুবার এই পথ দিয়ে গেলেও আগে দেখেনি।
মাহির দরজাটি খুলতে চাইল, কিন্তু সেটা এক অদ্ভুত শক্তির আঘাতে বন্ধ হয়ে যায়। তার মনে জাগে এক ধরনের ভয় আর উত্তেজনা। অনেক কষ্টের পর, দরজাটি খুলল, আর সে প্রবেশ করল ভিতরে। হঠাৎ সে দেখল, গুহার ভেতরে জ্বলজ্বল করছে অদ্ভুত এক আলো। আলোটি খুব উজ্জ্বল কিন্তু চোখে লাগে না। কিছুটা এগিয়ে যেতেই মাহির খেয়াল করল, গুহাটি তার নিজ গ্রামের মতোই দেখতে, কিন্তু কিছু একটা আলাদা।
সে গুহা থেকে বের হওয়ার সময় দেখতে পেল তার গ্রামের মতো দেখতে এক জায়গা, তবে সেখানে মানুষজনের পোশাক-পরিচ্ছদ এবং ঘরবাড়ি তার গ্রাম থেকে একেবারেই ভিন্ন। তাদের ভাষাও কিছুটা আলাদা ছিল। মাহিরের মনে হলো সে যেন অন্য একটি জগতে প্রবেশ করেছে। সে এক বৃদ্ধের কাছে জানতে চাইল, “এটা কি জায়গা?” বৃদ্ধ রহস্যময় হাসি দিয়ে বললেন, “তুমি তো বহিরাগত! তুমি হয়তো আমাদের সমান্তরাল জগত সম্পর্কে জানো না।”
মাহির অবাক হয়ে বৃদ্ধের গল্প শুনতে শুরু করল। বৃদ্ধ বললেন, “এ জগৎ আসলে তোমাদের পৃথিবীর একটি ছায়া মাত্র। এখানে যা কিছু ঘটে, সেটি তোমাদের জগতের সাথেই কোনো না কোনোভাবে সংযুক্ত। এই জগতে আমাদের কাজের প্রভাব পড়ে তোমাদের পৃথিবীতে, এবং তোমাদের পৃথিবীর কাজের প্রভাব পড়ে এখানে।”
মাহির ধীরে ধীরে সেই জগৎ সম্পর্কে জানতে থাকল। এখানে মানুষ সরাসরি প্রযুক্তির ওপর নির্ভর না করে, প্রকৃতির শক্তি ব্যবহার করে চলে। তাদের কাছে একধরনের বিশেষ জ্ঞান ছিল, যার মাধ্যমে তারা গাছপালা, নদী, পাহাড় ইত্যাদির শক্তি ব্যবহার করে দৈনন্দিন কাজ করে। এই শক্তি ব্যবহার করার জন্য তাদের একটা বিশেষ নিয়ম মেনে চলতে হয়, আর সেটি ভঙ্গ করলে তাদের অনেক কিছু হারানোর আশঙ্কা থাকে।
কয়েকদিন এই জগতে থেকে মাহির অনেক কিছু শিখে নেয়। সে জানল, এই জগতের মানুষজনের মধ্যে দারুণ ঐক্য, সবাই সবাইকে সাহায্য করে, প্রকৃতির সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করে। তবে তাদের সমাজে এক ধরণের সংকট দেখা দিয়েছে। তাদের শক্তির উৎস কিছুটা দুর্বল হয়ে পড়েছে, এবং তারা ক্রমেই অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
একদিন মাহির জানতে পারে, এই সমান্তরাল জগতে একটি বিশেষ রত্ন আছে, যা আবার শক্তির ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। কিন্তু এটি খুঁজে পেতে হলে অনেক ঝুঁকি নিতে হবে। মাহির বুঝতে পারে, এই বিশেষ রত্নটিই তাদের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। সে বৃদ্ধ এবং গ্রামের আরো কয়েকজনের সাথে অভিযানে বের হয়। নানা বাধা, বিপত্তি পেরিয়ে একপর্যায়ে তারা সেই রত্নটি খুঁজে পায় এবং জগতের শক্তির ভারসাম্য আবার ঠিক হয়ে যায়।
মাহিরের এই সাহসিকতার জন্য পুরো গ্রামবাসী তাকে শ্রদ্ধা জানায় এবং তাকে তাদের সমাজের বিশেষ একজন রক্ষক হিসেবে ঘোষণা করে। কিন্তু মাহিরের মনে পড়ে তার নিজ জগতের কথা। সে তাদের বিদায় জানিয়ে আবার সেই গুহার দরজার দিকে ফিরে আসে।
মাহির গুহার দরজা পার হয়ে আবার তার নিজ গ্রামে ফিরে আসে। সেই রাতেই সে অনুভব করে, এই জগতের সাথে তার আরেকটি জগতের স্মৃতি মিশে গেছে। সে বুঝতে পারে, দু’টি জগতের মধ্যে একটি গভীর সংযোগ আছে, এবং এই সংযোগ ধরে রাখতে হবে।
এরপর থেকে মাহির নিজের পৃথিবীতেও প্রকৃতির প্রতি ভালোবাসা আর সম্মান রেখে চলতে শুরু করে। তার গল্প শুধু তার গ্রামের ছেলেমেয়েদের জন্য নয়, বরং সবার জন্যই হয়ে ওঠে এক প্রেরণাদায়ী গল্প।
মন্তব্য করুন: