প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
কারো কারো কিছু কথা থাকে,
মনের গহীন বন্দরে, কাউকে বলা যায় না,
কাউকে শুনানো যায় না।
মনের ভিতরে আকুলি বাকুলি,
মনে হয় চিৎকারে প্রকাশিত হোক,
মনের গহীনের জমা চিরদিনের চির গোপন কথা।।
জীবনের কথকতা আর
না বলা কথা গুলো বার বার ফিরে আসে,
স্মৃতির মনিকোঠায়, দুরন্ত মন জানাতে চায়,
কাউকে বলতে চায়, মনের মতো করে।।
নিজের অব্যক্ত কষ্ট আর
কথামালা গুলো প্রকাশিত হোক
সেই বিশ্বস্ততার মনের কাছে।।
কতো কথা, কতো যন্ত্রণা, কতো অসহনীয় চাপ,
মনের গহীনে গুমরে মরে,
কষ্টের তীব্রতা সহ্যের সীমা ছাড়িয়ে,
কান্নায় ভিজে উঠে চোখ।
কতো রাত কাটে নিদ্রাহীন, কতো দিন যায় অসময়ের ভারে, কালো রাতের গভীরতায়
ভিড় করে অজস্র প্রিয় - অপ্রিয় স্মৃতিমালা।।
মন্তব্য করুন: