প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৫:২০
মহাকালের বুকে লিখেছি নাম,
ভালোবাসার চিরন্তন গান।
যেখানে সূর্য অস্ত যায় না,
তোমার স্মৃতি কখনো মুছে যায় না।
তারা খসে পড়ে আকাশের কোলে,
তবু হৃদয় থাকে তোমারই দোলে।
চাঁদের আলোয় খুঁজে পাই তোমায়,
পৃথিবী জুড়ে তোমারই ছায়া।
সময় থেমে যায়, তবু মন চায়,
তোমার হাত ধরে হারাতে এক সময়।
ঝরা পাতার মর্মর শোনে,
তোমার কণ্ঠস্বর হৃদয় দোলায়।
মহাকাল জানে, তুমি চিরন্তনী,
তোমার ছোঁয়ায় বেঁচে থাকা আমরণি।
তোমার ভালোবাসায় অবিনশ্বর আলো,
মহাকালের পথে প্রণয়ের পাল তুলো।
মন্তব্য করুন: