প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৫:৪২
বিবর্ণ হৃদয়, ক্লান্তি ভরা,
মনের কোণে জমে থাকা কষ্টের ধারা।
হাসির আলো ম্লান হয়ে গেছে,
স্বপ্নগুলো যেন দূরে সরে পড়েছে।
দৃষ্টি হারায়, খোঁজে সান্ত্বনা,
শূন্যতার মাঝে একটুকরো বাসনা।
দিন যায়, রাত আসে ছায়া মেলে,
কিন্তু মন কি আর সুখের পথে চলে?
কাঁপা কণ্ঠে বলি কথা,
কিন্তু হৃদয় বোঝে না তার ব্যথা।
আলো নিবে যায়, অন্ধকার বাড়ে,
বিবর্ণ হৃদয় শুধুই বেদনার ছায়ায় হারায়।
তবু আশা আছে, রঙ ফিরে পাবে,
জীবন একদিন নতুন করে জাগবে।
বিবর্ণ হৃদয় রাঙাবে নতুন আলোয়,
দুঃখ পেরিয়ে সুখের পথে চলবে কালোয়।
মন্তব্য করুন: