বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

প্রথমবারের মতো বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৬:০৯

প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ৭ দিনব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা), বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি), পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), কৃষি বিপণন বিভাগ (ডিএএম), সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ বাংলাদেশ), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ( বিএআরসি), সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), বাংলাদেশ কৃষি ব্যাংক (পিএলসি), যমুনা ব্যাংক (পিএলসি), পূবালী ব্যাংক (পিএলসি) সহ মোট ১২ টি স্থানে অংশগ্রহণ করবেন অনুষদের মোট ১১১ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওই অনুষদের গ্যালারিতে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করেছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

গ্রামীণ অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মো. তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার্নশিপের কোর্ডিনেটর কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'শিক্ষার্থীরা যে নোটবুক পেয়েছে তাতে যেন তারা পুরো জার্নির সকল কিছু লিপিবদ্ধ করে রাখে। তাছাড়া ইন্টার্নশিপ প্রোগ্রামের পোস্ট ইভালুয়েশন হওয়া উচিত, যাতে পরবর্তীতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের কার্যপ্রক্রিয়া গুলো আরো উন্নত করা যায়।'

উপাচার্য আরো বলেন, 'শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য এ ধরনের ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি তাঁদের শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও দক্ষতা বৃদ্ধি করবে।'

ইন্টার্নশিপ অনুষ্ঠানের সভাপতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন বলেন, 'এই প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞানের মেলবন্ধন ঘটাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কৃষি অর্থনীতি, গ্রামীণ সমাজ এবং উন্নয়ন বিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য থাকছে বিশেষ কর্মশালা এবং সেমিনার।

ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলেন, 'আমরা অনুষদের প্রথম ব্যাচ যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। বাস্তবজীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এমন আয়োজন আমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাই আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর