বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

কবিতা

আক্ষেপ

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৫

তুমি ঠিক আগের মতো নেই,
জানালায় দাঁড়িয়ে আজ আকাশ দেখো না।
বিকেলের রোদে ছাঁদে হাঁটতে দেখি না তোমায়,
বেলকনিতেও রাখো না পা কতদিন।


সকালের সিগ্ধ আলো আর তোমাকে স্পর্শ করে না,
কিংবা ক্লান্ত দুপুরে আর আমাকে খোঁজো না তোমার মুঠোফোনে।


রাতেও কেমন জানি নিজেকে নিয়ে ব্যস্ত,হুম,ব্যস্তই বটে!
কথা হলেও বড়জোর দু-চার মিনিট,তাও নিতান্তই দায় বদ্ধতা গোছের।
এখনও মাঝে মাঝে দেখা হয় দুজনের,

তবে প্রাণহীন নিরবতা আর অবহেলায় ছেয়ে থাকা সে মুহূর্ত ।
আজকাল ফোনের রিংটোনগুলোও তোমাকে জাগিয়ে তুলতে ব্যর্থ হয়,
কি জানি, নাকি ইচ্ছে করেই,,,,,!


আমার উদ্বিগ্নতা আমাকে প্রশ্ন করে, আমার সাথেই কেবল এমন?
নয়তো তোমার ব্যস্ততায় ঠিকই তুমি উচ্ছ্বল,
উচ্ছ্বাসে দায়িত্বশীল।
সেদিন অন্তর্জালে তোমার পাঠানো ছবিটা চোখে পড়ল।
হাসতে দেখে এতোটা ভালো লাগছিল, জানো!
হঠাৎ টেক্সট করে বসলাম।


তুমি রিপ্লাই দিলে না,আমি আশা করেছিলাম হয়তো।
আজকাল অবশ্য আশাহত হবার দিন শুরু।
সময়ের ব্যবধানে দূরত্ব বাড়ে, অনুভূতি ক্ষীণ হয়ে যায়, জানি।

 

কী অপরাধ বলো তো আমার?
তোমকে অসম্ভব ভালোবাসা,নাকি তোমাকে নিয়ে আমার অস্থিরতা?
আজ যে টেক্সট তোমার কাছে গুরুত্বহীন,যে কল তুমি এড়িয়ে চলছ,

যে মানুষটাকে তুমি দূরে সরিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছো,
একদিন এই মানুষটাকে পেতে,তার সঙ্গ নিতে,

 

তোমার শূণ্যতায় তাকে খুঁজে নিতে অধীর উদ্বিগ্ন, উন্মুখ ছিলে।
আাজ যাকে তুমি ব্যস্ততা দেখাচ্ছ,
আজও সেই মানুষটা তার শত ব্যস্ততা উপেক্ষা করে তোমার ধ্যানে মগ্ন।
হয়তো অবসান তার প্রয়োজন, নয়তো জীবনে নতুনের আগমন।
তোমার জন্য আশীর্বাদ, কখনও এমন প্রশ্নবিদ্ধ না হও কোনক্ষণে।
হারিয়ে গেলেও তোমার স্মৃতি
চিরদিন রবে মনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর