প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:১১
যেদিকে তাকাই দেখি শুধু শূন্যতা,
বিষাদ শর্বরীর এ অমানিশার নেই কি কোনো পূর্ণতা?
উদ্ভ্রান্ত আমি আর সকল সৈন্যদল,
কোন সে পথের পথিক মোরা?
কোথায় মোদের শতদল?
হে সেনাপতি, ওঠ জেগে!
দেখ চেয়ে মুজলিমের অত্যাচার।
চারিদিকে কেবল ক্ষুধিতের হাহাকার।
এখনো কি হয়নি সময় প্রতিবাদ করার?
নির্দেশ কি দেবেনা এখনো ঝাপিয়ে পরার?
জেগে ওঠ, দেখ চেয়ে,
দেখা যায় সোনালী আলো।
এই তো সময় জ্বালো অন্তরে আশার আলো।
অপেক্ষার প্রহর কোরো না আর দীর্ঘ।
উঠে আসো তুমি সহস্র রক্ত চক্ষু ভেদিয়ে।
জাগো তুমি অন্তরে মাতাল হাওয়া বহিয়ে।
বসে আছে সবাই তোমার পথ চেয়ে।
কখন আসবে তুমি, উন্মুক্ত তরবারী হাতে ধেয়ে?
সময় গিয়েছে অনেক আর দেরি নয়,
এবার শুধু দাও ইশারা, অপেক্ষার প্রহর নয়।
মন্তব্য করুন: