বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে

লক্ষ্মীপুরে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৮:১৭

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যােগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শহীদের যথাযথ সম্মান, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও জেলা জামায়াত ইসলামীর আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।

এর আগে জুলাই-আগষ্টে আন্দোলনে আহত ও যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে কিছুক্ষন নিরবতা পালন করা হয়। সভায় ছাত্র সমন্বয় ছাড়াও অংশ নেন আহত ছাত্র-জনতা তাদের পরিবার ও শহীদ পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ সবার সমন্বিত অংশগ্রহনে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

উল্লেখ্য, সারাদেশের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্টে লক্ষ্মীপুরে শহীদ হন ১৬ জন। এর মধ্যে ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে ৪ শিক্ষার্থী মারা যান। এ সময় তিন শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় পাঁচশতাধিক।

এসব ঘটনায় ৫ হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামী করে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭৬জন। অন্য ১২জন মারা যান ঢাকায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর