প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৩, ১৩:০৭
ক্রমেই ভয়াবহ হচ্ছে খুলনায় ডেঙ্গু পরিস্থিতি। এতে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর চাপ বাড়ছে।
পরিস্থিতি দিন দিন যেভাবে অবনতির দিকে যাচ্ছে, তাতে এবার বিগত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে খুমেক হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২০ জন।
শনিবার (১২ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর ছাড়পত্র নিয়েছে চার জন।
মন্তব্য করুন: