বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট

মালয়েশিয়া-থাইল্যান্ডে বন্যায় ঘরছাড়া ১ লাখ ৩৫ হাজার বাসিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪

মালয়েশিয়া ও পার্শ্ববর্তী থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। দুই দেশের কর্মকর্তারা এমনটি জানান।

প্রাণহানি আরও বাড়তে পারে, এমন শঙ্কা রয়েছে।

মালয়েশিয়ার উত্তর অংশে এক লাখ ২২ হাজার বাসিন্দা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ১৩ হাজার বাসিন্দা ঘর ছেড়েছেন।

প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের সতর্কতা বহাল থাকায় আশঙ্কা করা হচ্ছে যে সংখ্যা আরও বাড়তে পারে। জরুরি সেবাকর্মীদের আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে মোতায়েন করা হয়েছে এবং আশ্রয়স্থলের ব্যবস্থা করা হচ্ছে।

সপ্তাহের শুরুর দিকে শুরু হওয়া এ বন্যায় দুই দেশেই হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ি-গাড়ি পানিতে ডুবে গেছে। মানুষ কোমরসমান পানির মধ্য দিয়ে যাচ্ছে।

থাইল্যান্ডের সাতেং নক জেলার এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা বন্যায় ডুবে যাওয়া এক বাড়ির ছাদ থেকে এক শিশুকে উদ্ধার করছে।

দক্ষিণ থাইল্যান্ডে প্রায় ৫ হাজার ৩৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন। বন্যার পানি যাতে চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষতি না করতে পারে, সেজন্য দুটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

বন্যার কারণে ছয়টি রাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

মালয়েশিয়ায় বন্যা প্রধানত উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে বেশ ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ডের সীমানা ঘেঁষে এ রাজ্যের অবস্থান।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ৬৩ শতাংশ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

কেলানতানের পাসির পুতেহ শহরের এক বাসিন্দা বলেন, তার এলাকা বুধবার থেকে তলিয়ে রয়েছে। জামরাহ মজিদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, বন্যার পানি এরইমধ্যে আমার বাড়ির করিডোরে চলে এসেছে। আর দুই ইঞ্চি হলেই ভেতরে প্রবেশ করবে।

দেশটির আরও আটটি রাজ্যও বন্যায় দুর্ভোগে রয়েছে। এই সময়ে দুই দেশেই মৌসুমি বৃষ্টিপাত হয়, এবং বন্যা দেওয়া দেওয়া নতুন কিছু নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর