বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট

ভিক্টোরিয়া কলেজে সমতট পড়ুয়ার বই বিনিময় প্রহর

সাইফুল ইসলাম সুমন, কুমিল্লা

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

একটি বই একবার পড়ার পর দ্বিতীয় বার সেই বই পড়তে কারোই ইচ্ছে করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। কিন্তু কেমন হয় বইটি বুক সেলফে না রেখে একে অপরের কাছে বিনিময় করি। ঠিক তেমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন 'সমতট পড়ুয়া।

রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে 'সমতট পড়ুয়া'র অর্ধযুগে পদার্পণ উপলক্ষে দিনব্যাপি বই বিনিময় প্রহর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা।

এসময় তিনি বলেন, বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের সাথে কথা বলা। এই কথা বলার মাধ্যমে আমাদের ভিতরে যে কালো কালিমাগুলো রয়েছে তা পরিষ্কার হয়ে আমাদের আলোর পথে নিয়ে আসে। এজন্য আমাদের বই পড়ার বিকল্প নেই। বই পড়ায় উদ্বুদ্ধ করতে আজকে সমতট পড়ুয়া যে আয়োজনটুকু করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।

এসময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ও সমতট পড়ুয়ার উপদেষ্টা মহিবুবুল হক ছোটন, সভাপতি সুপ্রিয়া রায়, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুপ্তি রাণী সাহা, অনুষ্ঠানের আহবায়ক শিমুল চৌধুরী ও অনুষ্ঠান সম্পাদক মহিউদ্দিন নাবিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমতট পড়ুয়ার সভাপতি সুপ্রিয়া রায় বলেন, বই পাঠের মাধ্যমে মনের আত্মিক উন্নতি সাধন হয়। মনের আত্মিক উন্নতি করতে আমরা বই বিনিময়ের আয়োজন করেছি। একজন পাঠক হিসেবে আপনি যে বইটি পাঠ করেছেন বা আপনার সংগ্রহে এমন কতগুলো বই রয়েছে যা আপনি হয়তো আর কখনো পড়বেন না। সে বইটি অন্য আরেকজন পাঠককে পড়ার সুযোগ করে দিতে পারছেন এ বই বিনিময়ের মাধ্যমে। ঠিক আপনিও আপনার পঠিত বই বিনিময়ের মাধ্যমে আপনার অপঠিত বই নিয়ে আপনিও পড়ার সুযোগ পাচ্ছেন।

বই বিনিময় প্রহর অনুষ্ঠানের আহবায়ক শিমুল চৌধুরী বলেন, সমতট পড়ুয়ার অর্ধ যুগে পদার্পণ উপলক্ষে আমাদের এই বই বিনিময় প্রহর। আমরা এখানে একটি বইয়ের বিনিময়ে আরেকটি বই দিয়ে থাকি। আমাদের যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর