প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮
হাওয়ার ওপর ভর করে ওই
চলো কোনঠে বন্ধে,
সারা নিশি জেগে থাকি
কৃষ্ণচূড়ার গন্ধে।
হাওয়ার তালে চলতে গিয়ে
বন্ধ তোমার ছন্দ,
ভীষণ আড়ি তোমার সাথে
কোনসে কালের দ্বন্দ্ব।
কথার প্যাচে জব্দ করো
মনে ভীষণ আড়ি,
হাওয়ার তালে চলো বন্ধু
লাগে না তো গাড়ি ।
মন খুশিতে হাসছো তুমি
দারুণ সুযোগ পেয়ে,
সব ধারণা পাল্টে গেছে
তোমার দিকে চেয়ে।
মন্তব্য করুন: