প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭
জীবনের এই খেলা ঘরে কেউ জিতে কেউ হারে,
কারো মুখে হাসির রাশি ব্যথার ঝড় অন্তরে।
বাহারি পোশাক পড়ে লুকায় দরিদ্র বেশ,
একাকিত্বে মনে পড়ে অভাবের নেইকো শেষ।
সুধায় সবাই কেমন আছেন, মিয়া ভাই,
হাসির ঝলকে ঝাকায় মাথা আলহামদুলিল্লাহ আছি ভাই।
দৈহিক ভালোয় খুশি সবে; মনের খবর নেয়না কেউ,
দেখার মত নাইরে চক্ষু মন সমুদ্রে কত ঢেউ!
ডাক্তার ডাকে দেহের রোগে মনোচিকিৎসার খবর নাই,
মনের রোগ পায়না গুরুত্ব;মন পচনে গন্ধ নাই।
যাচ্ছে জীবন চলছে জীবন চলবে এমনি ভাবে,
চলতে চলতে জীবনের এই খেলাগুলি সাঙ্গ হবে ভবে।
মন্তব্য করুন: