প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪
বৃষ্টি এলে ইচ্ছে করে
সবুজ মাঠে আঁচল পেতে
শক্ত হাতে জড়িয়ে ধরে
স্বর্গ সুখে ভাসতে।
ইচ্ছে করে রৌদ্র উজ্জ্বল
সাগর জলে যেতে যেতে,
বুকের সাথে আঁকড়ে ধরে
তোমার হয়ে থাকতে।
ইচ্ছে করে জোছনা রাতে
ফুল পরীদের সাথে মিশে
শুকনা চুলের গন্ধ নিয়ে
উড়ে যেতে নীলাকাশে।
রাত ফুরালে আখি মেলে
মনের মধ্যে কাঁপন ধরে
স্বপ্ন ডানা ঝরে পড়ে
হাজার মাইল দূরে।
মন্তব্য করুন: