প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮
চোখের ভেতর চোখ দেখেছি
তারই মাঝে জল,
জলের মাঝে ডুব দিয়ে তাই
পেলাম শুধুই ছল।
মনের ভেতর মন দেখেছি
তার বুকেতে নদী,
নদীর ঢেউয়ে ভাঙে নিতি
দুকূল নিরবধি।
ফুলকাননে ফুল দেখেছি
ফুলের গায়ে কাঁটা ,
কাঁটার জ্বালায় দগ্ধ করে
বুকের বিশাল ঘা-টা।
হাতের পরে হাত রেখেছি
পাইনি আসল হাত,
নকল হাতে হাত রেখে তাই
জীবন ধূলিসাৎ।
মন্তব্য করুন: