প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬
অহেতুক পথ চলেছি এ বিরান মাঠে
যখন আমার আমিই আমাতে হারাই,
ক্রমশ চেপে আসা এ ধরণী
লুকাতে চায় জ্যোৎস্নার আঁধারে।
মনে কি পড়ে?
প্রথম দেখা সেই ভালোবাসার পারিজাত।
লজ্জাতে লুকানো ছিল বিষন্নতা ;
রাতের আড়ালে অন্ধকার খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম না পাওয়া -
ঝকঝকে সেই দিনের আলো।
এখনো হেঁটে যাচ্ছি একা পথে
নিরাশাকে ভরসা করে শুধু,
আবার দাঁড়াবো কোন এক হিজল ছায়ায়
কথা হবে শুধু মৌনতায়;
দেখা হবে অদৃশ্যে
ক্লান্তির অবসান হবে শুধু ছুটে চলাতে।
এই যাত্রা অহেতুক -
কোলাহলে পূর্ণ এ বিরান মাঠ।
মন্তব্য করুন: