প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩
মায়ের আশা অনেক বড়
হবে যে তার ছেলে,
বাকীটা দিন কাটবে সুখে
যাবে হেসে খেলে।
সেই ছেলেটি চাকরি পেলো
ঢাকায় কিনে বাড়ি,
রূপে মোহে করে বিয়ে
হাল ফ্যাশনের নারী।
বউয়ের শর্তে তার মায়ে যে
রইল গাঁয়ে পড়ে,
বস্ত্রহীনে অনাহারে
জীর্ণ কুড়ে ঘরে।
লালন করা সুখের স্বপ্ন
খসে খসে পড়ে,
ভীষণ দ্রোহে চোখে ফেটে তার
রক্ত অশ্রু ঝরে।
এসো সবে সঠিক পথে
মায়ের পাশে থাকি,
আবেগ খেয়াল ভুলে গিয়ে
মায়ের স্নেহে মাখি।
মন্তব্য করুন: