মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯

অভিনয় জীবনে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বক্সঅফিস মাতানোর পাশাপাশি তার অভিনয়ে মুগ্ধ সিনেমাপ্রেমীরাও। বর্তমানে ক্যারিয়ারের ভালো সময়ে অবস্থান করছেন তিনি। তবুও হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিক্রান্ত। অভিনেতা এক পোস্টে নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই ভাটা পড়েছে অভিনেতার ভক্তদের হৃদয়ে। প্রিয় তারকার সিনেমা আর দেখতে পাবেন না জেনে ভীষণ মন খারাপ তাদের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী, ইনস্টাগ্রামে দেওয়া একটি নোটে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।

অভিনেতা আরও লেখেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

গেল বছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। মুক্তির পর দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে এটি। সিনেমার নাম ভূমিকায় অর্থাৎ মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন বিক্রান্ত। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান অভিনতো। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’র মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ দেখা গেছে বিক্রান্ত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর