প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯
ছাত্র-জনতার অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত হওয়ার পর ক্ষমা পাওয়া আরও ২৪ বাংলাদেশি আজ (২ ডিসেম্বর) দেশে ফিরবেন। সোমবার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তাদের ঢাকা ফেরার কথা রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় পৌঁছবেন তারা।
এ তথ্য নিশ্চিত করেছে আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাস। অনেক অপেক্ষার পর এই প্রবাসীরা কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরছেন। ক্ষমা পাওয়া বাকি ৫১ জনও পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে দেশটির সরকার আটক ৭৫ জন বাংলাদেশি বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় দেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়। এর আগে একই অভিযোগে আটক ১১৩ জন বাংলাদেশি ৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরেছেন।
মন্তব্য করুন: