প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
এই কন্ঠে গাও বিপ্লবী গান
জীবন করো নিমেষ
অপশক্তি বিনেষ
গাহিয়া গান দিয়ে দাও প্রাণঁ
তুমি সেরা "অ"শেষ
ফুরিয়ে যাক জীবন বিন্যাস
রক্ত ঢেলে তাজা
সয্য করে সাজা
পুরিয়ে দাও ওদের বিলাস
তবেই পাবে মজা
তুমি হবে সেই তিতুমীর
যাত্রা করবে শুরু
হবে ধু ধু মরু
উঠে দাঁড়াও হও মহা বীর
জলবে আলোঁর কিরু
করে উল্যাস ফিরবে ঘরে
বিজয় হাসি হেসে
খুশির শ্রুতে ভেসে
তবেই শান্তি পাবে মরে
সুখ বলো আর কিসে
মন্তব্য করুন: