প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৫:০২
এক শীতের সকালে,
গামছা জড়িয়ে চলবো।
দুই জনে এক সাথে,
ঠান্ডা বিকালে হাঁটবো একা।
বুকে থাকবে না কোনো ব্যথা,
রাস্তা পাশে চা দোকানে।
যদি বসি আমি একা,
তুমি পাশে এসে বসতে পার।
এক কাপ চা খাও আশায়,
যদিও বায়না থাকবে চা।
মনে গোপনে থাকবে অন্য কথা!
তুমি না বলে আমি জানতে পারি।
তোমার মাথায় গুঁজে দিতে হবে,
সে শীতের ফুল চন্দ্রমল্লিকা।
তুমি একবার হুকুম দিয়ে বলো,
শীতের সব ফুল এনে দেব!
তোমাই শুধু প্রিয়।
তুমি রূপবতী শীতে মতো!
ঠান্ডা সকাল বিকাল,
মাঝখানে সূর্যে তাপের মতো।
মন্তব্য করুন: