আমি অবুঝ পাগলী হবো
যদি তোমার বুক হয় আমার পাগলা গারদ!
তোমার বুকে অসাড় হবে
আমার সকল অবসাদ।
আমি অজস্র শব্দ হবো
যদি তুমি হও কবি,
তুমি যদি শিল্পী হও
আমি হবো রং তুলি মাখা ছবি।
তুমি যদি আবৃত্তিকার হও
আমি হবো কবিতা,
তোমার কণ্ঠ ছুঁয়ে দিবে তখন
প্রকৃতির ব্যথা।
তুমি যদি মৌমাছি হও
আমি হবো ফুল
পরাগায়নে প্রেম বিলাবো
তোমাকে করবো ব্যাকুল।
তুমি যদি বৃষ্টি হও
আমি হবো মাটি,
তোমার ঝড়ে আমি হবো
তোমার শক্ত খুঁটি।
আমি তোমার চশমা হবো
কিংবা হাত ঘড়ি
তুমি না হয় হইয়ো প্রতিশ্রুতির
টুকটুকে লাল শাড়ি।
তোমার জ্বরে আমি হবো
নাপা কিংবা প্যারাসিটামল,
আমার দুঃসময়ে তোমার নামে
পাইবো আমি বল।
আমি ঘুমের ঘোরে তোমার স্বপ্ন হবো
নয়তো রাত জাগা কল্পনা,
দুজনে হবো কেবল দুজনেরই উপমা
আফসোসে কভু অন্যের সাথে হবেনা তুলনা।
আমি তোমার চাদর হবো
মাখবো তোমার দেহের গন্ধ,
আমি শতবার শত রূপে তোমার হবো
যে যা বলুক মন্দ।
মন্তব্য করুন: