প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
আজ (৪ ডিসেম্বর) বুধবার সচিবালয়ে সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ কথা জানান।
এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। সেখানে আবেদন ফি ৭০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে ১০০ টাকা উল্লেখ ছিল।
মন্তব্য করুন: