প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
নীল আকাশ ভেদ করে জেগে উঠি আজ,
বাধার চেন ভাঙি আমি, মুক্তির সাজ।
কালের করাল গর্জন শুনি সারা পথে,
অন্ধকার ভেঙে আলো আনবো এ হাতে।
আমি বিপ্লবের আগুন, জ্বলে উঠি প্রাণে,
সব শৃঙ্খল ভাঙি, ছুটে চলি দূর দিগন্তে।
স্বাধীনতার সুর বাজে বুকের ভিতরে,
অন্যায়ের দেয়াল ভাঙবো একের পর এক করে।
আশার প্রদীপ আমি, মুছে যাবো সব ক্লান্তি,
বিশ্বাসের শক্তিতে গড়ে তুলবো নতুন শান্তি।
এই পৃথিবী হবে সবার, কারো নয় বাঁধন ওরে,
স্বপ্নের জগৎ গড়বো আমরা বিদ্রোহের রথে চড়ে।
মরবো না দমে, নয় কোনো বাঁধা মানি,
জাগ্রত এই আত্মা, স্বাধীনতার গান গাই।
প্রতিবাদে লিখি, সংগ্রামের চেতনা জাগাই,
আমি বিদ্রোহী, আজ অন্যায়ের দেয়ালে আগুন লাগাই।
মন্তব্য করুন: