বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

দামেস্কের দুই দিকের দুই শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯

সিরিয়ার বিদ্রোহীরা দাবি করছে তারা দক্ষিণ-পশ্চিম সিরিয়ার দার'আ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাজধানী দামেস্কের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বিরোধীরা এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে উত্তরে ও দক্ষিণে দুই দিক থেকে লড়াই করছে এবং দামেস্ককে ঘিরে ফেলার চেষ্টায়।

২০১১ সালে দারআ শহরেই সিরিয়ার গণঅভ্যুত্থানের সূচনা হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো দারআর নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহীদের দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।

স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী সাউদার্ন অপারেশনস রুম এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী পুরো দারআ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শহরের আশপাশের এলাকাগুলো তল্লাশি ও সরকারি প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত করার কাজ শুরু করেছে।

বিদ্রোহীরা শুক্রবার সিরিয়া-জর্ডান সীমান্তে নাসিব ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। ক্রসিংয়টি এম৫ হাইওয়ের দক্ষিণতম পয়েন্ট, যা আলেপ্পো থেকে দামেস্ক হয়ে যায়।

উত্তরের বিদ্রোহীরা এক সপ্তাহ আগে আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর হাইওয়ে ধরে দক্ষিণে অগ্রসর হয়ে বৃহস্পতিবার হামা শহর দখল করেছে এবং এখন হোমসের দিকে অগ্রসর হচ্ছে। যদি তারা হোমসের দখল নিতে পারেন, তবে আরেকটি গুরুত্বপূর্ণ নগরের নিয়ন্ত্রণ হারাবেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া দল ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, ‘আমাদের বাহিনী হোমস নগরের বাইরের সর্বশেষ গ্রামটি মুক্ত করে ফেলেছে এবং আমরা এখন নগরের দ্বারপ্রান্তে। ’

এইচটিএস একসময় আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এই দলের নেতৃত্বেই এবার সিরিয়ায় আসাদ বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করেছেন বিদ্রোহীরা।

বিরোধীরা উত্তর ও দক্ষিণ থেকে দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছে। একই সময়ে, কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী পূর্ব সিরিয়ার অংশে প্রবেশ করেছে।

কুর্দিরা উত্তর-পূর্ব সিরিয়ার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং এক দশক ধরে তারা নিজ অঞ্চলে স্বায়ত্তশাসন বজায় রেখেছে। এখন তারা আশঙ্কা করছে বিরোধীদের আক্রমণ তাদের স্বায়ত্তশাসনের জন্য হুমকি তৈরি করতে পারে। বিদ্রোহীদের লক্ষ্য আসাদ শাসন উত্খাত করা হলেও কুর্দিরা বলছে, এই সহিংসতা তাদের অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

এক দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে জাতিসংঘের তথ্য অনুযায়ী ৩ লক্ষাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর