প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০
তথ্যই শক্তি জানব, জানাব, দুর্নীতি রুখব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর যৌথ উদ্যোগে নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে ০৯-১০ ডিসেম্বর দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়।
১০ ডিসেম্বর ২০২৪ ইং সন্ধ্যার পর জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী মহোদয় তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ, তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আশরাফুল হক, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী, মো: কবির উদ্দিন জেলা তথ্য অফিসার নীলফামারী।
এ সময় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ ও মো:আশরাফুল হক, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী। উক্ত অগ্নি নির্বাপণ মহড়ায় জনসাধারণকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মোহাম্মদ নায়িরুজ্জামান, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী তার বক্তব্যে বলেন, আমাদের ও সচেতন নাগরিক কমিটির মূল উদ্দেশ্য হল তথ্যের অভাব, প্রবাহ নিশ্চিত করা এবং মানুষের মধ্যে এসব তথ্য দেওয়া যাবে, কিভাবে মানুষ তথ্য পাবে সেটা মানুষকে হাতে কলমে বোঝানো।
তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সব দফতরকে স্বতঃপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে। ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করতে হবে। জনগণকে সচেতন হতে হবে। নাগরিক সচেতন হয়ে তথ্য চাইলে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য বলে বক্তব্যে জানান অতিথিবৃন্দ।
তথ্যমেলার সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ৪২টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। মেলায় সর্বোচ্চ সেবাদাতা প্রতিষ্ঠান বিবেচিত হয় ,ওয়ার্ল্ড ভিশন নীলফামারী । এছাড়া তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীদের সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন: