প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
বাংলার মাটি, বাংলার বাতাস,
মিশে আছি তারই প্রকাশ।
নদীর ঢেউ, সোনার ধান,
স্বপ্ন বুনে কৃষাণ-প্রাণ।
আকাশ জুড়ে নীলিমা মেলে,
প্রকৃতি হাসে গ্রাম-শহরে।
সবুজ স্যামল ছায়ার ছায়া,
বাংলা আমার প্রাণের মায়া।
পাখির ডাকে ভোরের গান,
জীবন জাগে নতুন প্রাণ।
গাঙচিলের ডানার মেলায়,
মুগ্ধ হৃদয় ভাসায় হেলায়।
শাপলা-শালুক দোল খায় জলে,
সুর বাজে স্নিগ্ধতলে।
রূপের জোয়ারে হৃদয় বাঁধা,
বাংলা আমার চিরসাধা।
বৃষ্টি ভেজা রোদেলা দিন,
মাঠে খেলায় ছেলেবেলায় চিন।
এই বাংলার কোণে কোণে,
সুখের সুর বাজে মনোমনে।
বাংলা মায়ের অমৃত ভাষা,
জীবন ধারা বহে ভালোবাসা।
প্রাণের ঠাঁই, শান্তির ঘর,
বাংলা আমার অহংকার।
মন্তব্য করুন: