প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১
এই যে নরেশ ঠাকুর, তাড়াবুঝি বেশ।
কোথায় তুমি যাচ্ছ ওগো, বেধে আড় কেশ ?
নতুন পোশাক গায়ে বুঝি, নতুন পায়জামা,
চলছ যেন আনমনে, নেই কোন মানা।
সালাম জানাই মোল্লা সাহেব, একটু পায়তারা,
যেতে হবে অতি দূরে, মোরও অজানা!
শুনেছি আমি বড় বাড়ি, মরেছে ঠাকুর মা,
তারি আজ শ্রাদ্ধ হবে, দেবে খানা পিনা।
আমি অধম দুস্ত গরিব, দাওয়াত নাহি পাই,
বিয়ে হলে দেখি আর, সুখ শান্তি চাই।
রেস্তোরাঁতে গেলে পরে, অর্থ করি নাই,
বিয়ে বাড়ি গিয়ে দেখি একি দশা ভাই।
মরা বাড়ি গেলে পরে, দেবতারি তুল্য,
বিবাহ বাড়িতে গেলে, আমি অধম শূন্য।
ভেবে দেখি আড়িপাশ, মুখে কথা নাহি লাজ,
পেটের ক্ষুধা বড় লাজ, মিটাবে কে এই সাজ?
তাইতো বলি অধম আজ -
মানুষ মরিলেই আমি বাঁচি!
মন্তব্য করুন: