মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

শিক্ষকের দৃষ্টিতে তারুণ্যের বিজয় ভাবনা  

নাগরিক সংবাদ ডেক্স:

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬

১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে অর্জিত হয় স্বাধীনতা। এই দিনটি তরুণদের মাঝে বিজয়ের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল সুযোগ।

বিভিন্ন শিক্ষাবিদ ও নাগরিক সমাজের ব্যক্তিরা মনে করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের গল্প, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার সংগ্রামের সঠিক তথ্য জানলে তরুণদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পাবে।

বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর জানান:

তারুণ্যের বিজয় ভাবনা নিয়ে নাগরিক সংবাদ এর সাথে কথা বলেছেন, শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিল হোসেন ভূইয়া ।  

তিনি বলেন তারুণ্যরাই হলো দেশের শক্তি দেশের সম্পদ, বিজয়ের সংগ্রাম ও ত্যাগের গল্প গুলা তারুনদের মাঝে তুলে ধরার গুরুত্ব অনেক  তরুণরা বিজয়ে উজ্জীবিত থাকবে। তাদের ভিতর দেশ প্রেম বাড়বে। তরুণদের মাঝে বিজয়ের এর সঠিক ইতিহাস জানা খুব জরুরী, বিগত বছর গুলো তে অনেক ভাবে আমাদের বিজয়ের ইতিহাস ভুল ভাবে তুলে ধরা হয়েছে। বিজয়ের সঠিক ইতিহাস যদি তারা না জানেন তাহলে বিজয় এর ত্যাগ বিজয়ের মূল্য তারা বুঝবেনা। বিজয়ের সঠিক ইতিহাস তরুণদের মাঝে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে জাতীয় ভাবে বা জেলা ভিত্তিক বা ব্যক্তিগত ভাবেও পাঠ্য বইয়ে বিজয় এর ইতিহাস তুলে ধরার মাধ্যামে বিভিন্ন সভা সেমিনার এর মাধ্যামে। তরুণদের ভিতর দেশ প্রেম বাড়ানোর জন্য শিহ্মকরা সব থেকে বড় ভূমিকা পালন করে থাকেন শিহ্মকরা যখন ক্লাসে বা পাঠদান এর মাধ্যামে যখন ছোট থেকে দেশ ও দেশপ্রেম এর ধারনা ছাত্র ছাত্রী দের মাঝে তুলে ধরবেন তখন থেকেই তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পরবে। বিজয় এর যে ত্যাগ ৭১ এ এ জাতি তাদের প্রান দিয়ে করেছেন গড়েছেন তা তরুণদের মাঝে তুলে ধরলে তাদের মাঝে দেশের প্রতি ভালবাসা দায়িত্ব বাড়বে। বিজয় দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ৭১ এর প্রামাণ্যচিত্র প্রদর্শন করার মাধ্যমে বিজয় দিবস পালন করা যেতে পারে উন্নত দেশের চাবিকাঠি হচ্ছেন আমাদের তুরণরা তুরুণদের সঠিক ভাবে যত্ন সঠিক পথে প্রবাহিত করলে পারলে উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পৃথিবীতে প্রায় সব উন্নত ও সভ্য জাতির সাফল্যের বড় পাথেয় হচ্ছে তরুণরা। বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীর দেশ। বর্তমানে ৪৯ শতাংশ জনগোষ্ঠী বয়সে তরুণ, যে কারণে বাংলাদেশকে ইয়ুথ ডিভিডেন্ট হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি নির্ভর করছে মানবসম্পদ উন্নয়নের ওপর। তাই এ তরুণরা জেন খারাপ পথে ধাবিত না হয় এর জন্য সকলের উচিৎ লহ্ম্য রাখা। মাদকাসক্তি, কিশোর গ্যাং অপসংস্কৃতি, চাঁদাবাজি, ইভটিজিং এমনকি হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িয়ে পড়ছে তারা। অভিভাবক শিক্ষক ও সরকারের উচিৎ কঠোর ভাবে এই জিনিস গুলোর উপর নজর রাখা। বিজয়ের প্রকৃত ফল পেতে হলে কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলতে হবে। বিজয়ের গৌরব সমুন্নত রাখতে হলে তরুণ জনগোষ্ঠীকে মাদক ও তামাকজাত দ্রব্যের আগ্রাসন থেকে দূরে রাখতে হবে। বিজয়ের নেপথ্য নায়ক, জাতির বীরসন্তানদের প্রতি এটা আমাদের সবার দায়বদ্ধতা।

মাহাবুব আলম রাহাত, ভালুকা (ময়মনসিংহ) থেকে জানান:

বিজয় দিবসের সংগ্রাম এবং ত্যাগের গল্পগুলো তরুণদের  মাঝে যেভাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালক মো: পলাশ। তিনি বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, এবং তারা যদি সঠিক গল্প গুলো জানেন তাহলে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। এ সময় তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছানো অত্যন্ত জরুরী। কারণ তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়তে পারবে। এবং তরুণদের মাঝে বিভিন্ন মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনারের মাধ্যমে তাদের সঠিক ইতিহাস পৌঁছানো যেতে পারে বলে মনে করেন তিঁনি।

তরুণদের মাঝে দেশ প্রেম এবং দেশের দায়িত্ব বোধ বাড়াতে শিক্ষকদের বিভিন্ন করণীয় রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় এবং গুণগত শিক্ষায় পাঠ দান করাতে হবে বলে মনে করেন তিনি। যেভাবে বিজয় দিবস উদযাপন তরুণদের অনুপ্রাণিত করতে পারে বলে মনে করেন শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজ ভালুকা শাখার পরিচালক। ১৯৭১ সালের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জিত করেছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বিজয় দিবস উদযাপন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার একটি অংশ বলে মনে করেন তিনি। এরকম সকল জাতীয় দিবস পালন করা তরুণদের অনুপ্রাণিত করতে পারে বলে মনে করেন তিনি। বিজয় দিবসকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা যেতে পারে বলে মনে করেন তিনি। যেমন :দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

তার মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের দেশপ্রেম বৃদ্ধিতে কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক ম্যাগাজিন এবং ফেসবুক ইনস্টাগ্রাম, বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ এর মাধ্যমে তরুণদের দেশপ্রেম বৃদ্ধি করা যেতে পারে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মদের উচিত গুণগতমান সম্মান শিক্ষা গ্রহণ করা। মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশপ্রেমের লক্ষে নিজেকে গড়া।  


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর