প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ওই বস্তির বউবাজার নামক স্থানে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান জানান, কড়াইল বস্তির বউবাজার নামক এলাকায় একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। দুটি ইউনিট পথে রয়েছে।
মন্তব্য করুন: