বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, যে কোনো সময় যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছেন। এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে রেখেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাচ্ছেন, ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা যেন আত্মসমর্পণ করেন তাদের কাছে।

সর্বশেষ খবর অনুযায়ী, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাংকটিতে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। এছাড়া এই ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছেন।

তবে তারা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চাননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এসব তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। তবে যেহেতু ভেতরে পুলিশ প্রবেশ করেনি, সেহেতু সংখ্যাটি আসলেই সঠিক কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

ওসি বলেন, ব্যাংকের ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে ডাকাতরা। তবে জিম্মিদের সংখ্যাটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা করতে অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আলোচনা চলছে।

এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‍্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর