মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

তিন ব্যাংকে আনিসুল হকের জমা ২১ কোটি টাকা 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:০০

আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের ১৬টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের তিন ব্যাংকে খোলা হিসাবগুলোতে প্রায় ২১ কোটি টাকা জমা আছে বলে জানতে পেরেছে সংস্থাটি। হিসাবগুলো স্থগিত করা হয়েছে ইতোমধ্যে।

সন্ধান মেলা হিসাবগুলোর মধ্যে ৭টি হিসাবই ব্র্যাক ব্যাংকের বনানী শাখায়। এর মধ্যে ৬টি হিসাবে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা আছে ৫ কোটি টাকা এবং অন্য এক হিসাবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে রাখা ৫০ লাখ ৮১ হাজার টাকা। বাকি ৯টি হিসাবের সন্ধান দুদক পেয়েছে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে। এ ব্যাংক হিসাবগুলোতে ১৫ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা জমা থাকার তথ্য পেয়েছে সংস্থাটি।

ব্র্যাক ব্যাংক সূত্রে দুদক জানায়, আনিসুল হকের নামে থাকা ১৫০৭৩০১৫২৮৮২৪০০৬, ১৫০৭৩০১৫২৮৮২৪০০৫, ১৫০৭৩০১৫২৮৮২৪০০৪ এবং ১৫০৭৩০১৫২৮৮২৪০০৩ নম্বর হিসাবে গোল্ডেন ফিক্সড ডিপোজিট হিসাবে ১ কোটি টাকা করে মোট চার কোটি টাকা জমা পাওয়া গেছে। এছাড়া ব্যাংকটির বানানী শাখায় হিসাব নং-১৫০৭৩০১৫২৮৮২৪০০১ এ এসবিএ এসিসি গোল্ডেন বেনিফিটস ৫০ লাখ ৮১ হাজার ৬৯৭ টাকা, হিসাব নং-১৫০৭৩০১৫২৮৮২৪০০১ এর ফিক্সড ডিপোজিট প্লাসে রয়েছে ৫০ লাখ টাকা ও হিসাব নং-১৫০৭৩০১৫২৮৮২৪০০২-এ ফিক্সড ডিপোজিট প্লাসে ৫০ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে।

এছাড়া সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ৯টি ব্যাংক হিসাবে সাবেক এ মন্ত্রীর ১৫ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকার সন্ধান পেয়েছে দুদক। ওই টাকা আনিসুল হকের নিজ ও নিকট আত্মীয়দের নামে ব্যাংকে ডিপোজিট হিসেবে পাওয়া গেছে।

দুদকের তথ্য অনুযায়ী, সিটিজেন ব্যাংকের গুলশান শাখার ৫টি ব্যাংক হিসাবে আশেকুছ সামাদ ও জেবুন্নেছা বেগম হকের নামে ৯ কোটি কোটি ৮৭ লাখ ৫২ হাজার ১১২ টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে। এ দুজন সম্পর্কে আনিসুল হকের ভাই-বোন বলে জানা গেছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের মতিঝিল শাখায় সাবেক এ মন্ত্রীর তিনটি ব্যাংক হিসাবে যথাক্রমে ৪ কোটি ১৩ লাখ ১৩ হাজার, ২৬ লাখ ৮৬ হাজার ও ৮৪ লাখ ২৮ হাজার টাকার জমা থাকার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তিনটি ব্যাংকে আনিসুল হক ও তার পরিবারের নামে প্রায় ২১ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।

এ ব্যাপারে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শত শত কোটি টাকার অবৈধ সম্পদ ও পাচারের অভিযোগ থাকলেও দালিলিক প্রমাণ ছাড়া আইনি পদক্ষেপ নিতে পারে না দুদক। তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবেই তিন ব্যাংকে আনিসুল হকের প্রায় ২১ কোটি টাকা জমা থাকার প্রমাণ পাওয়া গেছে এবং ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই টাকা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই আপাতত মনে হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে এ ব্যাপারে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর