মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও বোনাস

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:২৯

ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর এ পর্যন্ত পাঁচটি বোর্ড সভা হয়েছে। সবশেষ সভায় দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়াও বাড়ছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং উইনিং বোনাসও।

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির ১৬তম সভায় বেতনবৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেওয়া হয়।

২০২৪-২৫ মৌসুম থেকে নিগার সুলতানা জ্যোতিদের নতুন বেতন কাঠামো প্রয়োগ করা হবে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির বরাত দিয়ে তারা জানিয়েছে, নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ছে মাসে ২০ হাজার টাকা হারে। ফলে ‘এ’ ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার এবং ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন দাঁড়াবে ১ লাখ টাকায়।

এ ছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও ১০ হাজার টাকা করে বাড়ছে। নতুন বেতন কাঠামোয় ‘সি’ ক্যাটাগরি ৭০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির জন্য মাসে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।


২০২৩-২৪ মৌসুমের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন—

এ ক্যাটাগরি : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি ও নাহিদা আক্তার
বি ক্যাটাগরি : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান
সি ক্যাটাগরি : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আক্তার ও সোমা আক্তার
ডি ক্যাটাগরি : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানি

একইসঙ্গে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও উইনিং বোনাসও বাড়ছে আকর্ষণীয় অঙ্কে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এখন থেকে নারী ক্রিকেটাররা ১–৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪–৬ র‌্যাঙ্কিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭–৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১–৩ নম্বরের দলকে হারালে ৫০হাজার, ৪–৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭–৯ র‌্যাঙ্কিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবে।’ এই দুই ফরম্যাটে সিরিজ জিতলেও একইভাবে বোনাস দেওয়া হবে জাতীয় নারী দলকে।

এদিকে, নারী ক্রিকেটারদের মধ্যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন থাকলেও, আরও ৩০ জন রয়েছেন ঘরোয়া চুক্তির অধীনে। এ নিয়ে গতকাল সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘জাতীয় দলে খেলা ক্রিকেটাররা আমাদের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে। এর বাইরে আরও ৩০ ক্রিকেটারকে আমরা চুক্তির আওতায় আনব। এটি হবে পুরুষ ক্রিকেট দলের মতো, যেখানে জাতীয় (ঘরোয়া) লিগ খেলা ক্রিকেটাররা চুক্তিতে থাকে। নারী ক্রিকেটেও চালু করা হবে সেটা।’

 

জাতীয় চুক্তিভুক্ত ৩০ ক্রিকেটার :

সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা আক্তার লিসা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আক্তার নিশি, শম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সাবিকুন নাহার জেসমিন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা জাহান সোনিয়া, রিয়া আক্তার শিখা, মিষ্টি রানি সাহা, জান্নাতুল ফেরদৌস তিথি, আয়েশা আক্তার (জুনিয়র), ফুয়ারা বেগম, মোসাম্মৎ ঈভা, সুমাইয়া আক্তার সুবর্ণা, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা ইরা, উন্নতি আক্তার, তাজ নেহার, শরিফা খাতুন।

ছেলেদের তুলনায় মেয়েদের বেতন-বোনাস অবশ্য কমই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ২১ খেলোয়াড়ের রয়েছেন। পাঁচ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা নাজমুল হোসেন প্রতি মাসে টেস্টের জন্য সাড়ে ৪ লাখ টাকা পান। এছাড়া ওয়ানডের জন্য ২ লাখ এবং টি-টোয়েন্টির জন্য ১ লাখ ৪০ হাজার টাকা পেয়ে থাকেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর