প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
শৈশবের দিন গুলি পেতাম যদি ফিরে,
হারিয়ে যেতাম আবার আমি মন মাতানো শুরে।
চাপা ফুলের গন্ধ আর সবুজ শ্যামল মাঠ,
কলা পাতার তৈরি বাড়ি, মাটির তৈরি ভাত।
বর্ষার দিনে দল বেধেঁ আম কুঁড়াতে যাওয়া,
লবণ-মরিচ দিয়ে তা মজা করে খাওয়া।
বাড়িতে ফিরতে দেরি হলে, "মা"যে যাবে রেগে,
চলরে সবাই ফিরে চল, ঘূর্ণি ঝরের বেগে।
বাবার সাথে যেতাম মাঠে, গরুর পিঁঠে উঠে,
খেলতাম সবাই কাঁনামাছি, একই জ্যোঠে।
দারিয়েবান্দা, কাবাডি খেলতাম কতো কি,
খোলা আকাশে ঘুড়ি উড়িয়ে কতকিছু যে আকিঁ।
পেতাম যদি ফিরে আবার সেই চাঁদনি রাত,
শীতের সকালে ভাঁপা পিঠার নিত্য নতুন স্বাদ।
পেতাম যদি কলা গাছের তৈরি ভেলা খানা,
যেতাম তবে ভেঁসে বহুদূর, শুনতাম না কোন মানা।
চাইলে কি আর ফিরতে পারি অতীতের সেই তীরে,
যা সময়ের সাথে বদলে যাচ্ছে, শত লোকের ভীড়ে।
স্নৃতি গুলো তাই রাখতে পারি সাজিয়ে যতনে,
অতি আদরে আগলে ধরতে মনের এক কোণে।
মন্তব্য করুন: