বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

ভাঙ্গায় ১০টি ডাকাতি মামলার আসামীসহ আটক ৭ ডাকাত

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯

ফরিদপুরের ভাংগায় দুধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাংগা থানা পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস ব্রিফ্রিং-এ তথ্য জানানো হয়।

ব্রিফ্রিং-এ জানানো হয়, গত ১১ নভেম্বর রাতে ভাংগা থানার অন্তর্গত ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাধবপুর নামক স্থানে দুইটি গরুসহ একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা গাড়ির মালিক ও ড্রাইভারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে দুইটি গরুসহ একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৯-৪১৯৮) লুট করে নিয়ে যায়। এই ঘটনায় গাড়ির মালিক ভাংগা থানার নুরুল্লাগন্জ্ঞ ইউনিয়নের ধর্মদী গ্রামের নজরুল ইসলাম(৪৪) বাদী হয়ে ভাংগা থানায় ১টি মামলা হয়।

এঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত শুক্রবার(২০/১২/২৪ইং) রাত ১১:৩০ এর সময় বিশেষ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ মডেল থানাধীন নজরগঞ্জ এলাকা থেকে পারভেজ মুন্সী(২৭), মোঃ আরাফাত হোসেন(২৬) নামের ডাকাত দলের দুই সদস্যকে আটক করে।

আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় ২২/১২/২০২৪ইং রাত ২ঃ৩০ এর সময় অভিযান চালিয়ে ভাংগা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে সোহেল কাজী(২৩), জুয়েল কাজী(২২), মিন্টু শেখ(৫৫), মোঃ সাগর(২৫), মেহেদি হাসান(২৮) ডাকাত দলের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি পিকআপ গাড়ি, নগদ দশ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান জানান আটকৃত ডাকাতদের মধ্যে মেহেদী হাসান(২৮) এর নামে দশটি ডাকাতি মামলা রয়েছে৷

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জুয়েল কাজী(২২), সোহেল কাজী(২৩) ও মিন্টু শেখ(৫৫) এই ৩ জনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের জবানবন্দি ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর