প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪
ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এমন দূর্ঘটনাটি ঘটে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধা ৬টায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আতাদি আন্ডারপাসের পাশে। নিহত ভ্যানচালকের নাম নাঈম মন্ডল (২০)।
তিনি ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার আমিনুল ইসলামের পুত্র। জীবিকার তাগিদে সে ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড ছিলাধরচর সদরদী গ্রামে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাঈম মন্ডল ভ্যান চালিয়ে আতাদি আন্ডারপাস দিয়ে সার্ভিস লেনে প্রবেশ করার সময় বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক (রেজি নং- কুষ্টিয়া-ট-১১-৩৩২৩) ভ্যানে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং সেই ট্রাকের চাক্কা তার মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দূর্ঘটনার পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা টোল ফাঁকি দিয়ে সার্ভিস লেন দিয়ে চলাচল করা গাড়িগুলো আটকে দেয় এবং ভাংচুর চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে ভাংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন: