বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান

ভাংগাবাসীর আরেকটি স্বপ্নপূরণ

ভাঙ্গা জংশন দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে এই প্রথম জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮

খুলনা-ভাঙ্গা-ঢাকার পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল শুরু করার মধ্য দিয়ে ভাঙ্গাবাসি সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের আরেকটি স্বপ্ন পূরণ হল। খুলনা থেকে ভাংগা হয়ে এই প্রথম জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মঙ্গলবার (২৪ শে ডিসেম্বর) খুলনা থেকে ছেড়ে এসে এই প্রথম সকাল ৮.৫৫ মিনিটে ভাংগা রেলওয়ে জংশনে এসে থামে। সেখানে ৩ মিনিট অবস্থানের পরে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা উদ্দেশ্য উঠানামা করে। জংশন দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে ভাঙ্গা অঞ্চলের মানুষের মাঝে উৎফুল্লের আমেজ দেখা গেছে।

মাত্র ৪০ মিনিটের মধ্যে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় পৌঁছায় এই ট্রেনটি।

ঢাকা পৌছানোর পরে জাহানাবাদ ট্রেনটি রূপসী বাংলা নামের পুনরায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্য যাত্রা শুরু করে ভাংগা জংশনে এসে পৌছায় দুপুর ১২.৩৩ মিনিটে। ভাংগা জংশন থেকে যাত্রী নিয়ে ১২.৩৬ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন ভাংগা জংশন স্টেশন মাষ্টার সাকিবুর রহমান আকন্দ। ঢাকা থেকে ভাংগা হয়ে খুলনা ট্রেন চলাচল শুরু করায় ভাংগাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

এ বিষয়ে আব্দুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ট্রেন চালু হওয়াতে আমাদের ভাঙ্গাবাসীর যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হলো, আমরা জাহানাবাদ এক্সপ্রেসে মাত্র ৪০ মিনিট সময়ে ভাংগা থেকে ঢাকা যেতে পারবো। এটা ভাংগাবাসীর জন্য আনন্দের খবর।

এ বিষয়ে জংশন এলাকার (বামনকান্দা গ্রামের মোশারফ মেম্বার) জানান আমরা এবার জাহানাবাদ ও রূপসী বাংলা চালু হতে আমাদের অঞ্চলের সবজি চাষিরা ব্যাপক লাভবান হতে পারবে তারা সকালেই বাজার করে ফিরতে পারবে।

এদিকে বিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিজানুর রহমান বলেন, এই ট্রেন চলাচলের ফলে ভাংগার মানুষ অনেক উপকৃত হবে। ভাংগার মানুষ তাদের ঢাকার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আরো একধাপ এগিয়ে গেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর