প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০
ভারতের পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত নাম ওয়ামিকা গাবি। তাকে ২০০৭ সালে ছোট এক দৃশ্যে প্রথম দেখা যায়। এরপর জনপ্রিয় হিন্দি ছবি 'জাব উই মেট' এ পরিচিতি পান। ২০১৩ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের বিপরীতে 'তু মেরা ২২, ম্যায় তেরা ২২' নামের পাঞ্জাবি ছবি দিয়ে লাইমলাইটে আসেন পাঞ্জাবি অভিনেত্রী ওয়ামিকা। এরপর তামিল ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন আকর্ষণীয় ফিগারের এই গ্ল্যামারগার্ল।
জানা যায়, গেলো বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে আমাজন সিরিজ 'জুবিলি'তে ৪০ আর ৫০ দশকের উঠতি নায়িকার ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন ওয়ামিকা। তারপর এখন বলিউডের নামী পরিচালক বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার 'খুফিয়া'য় চার্লি চোপড়ার ভূমিকায় নিজেকে ছাড়িয়ে গেলেন ওয়ামিকা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আবার সকলের চোখ ধাঁধাতে আসছেন এই পাঞ্জাবি বোম্বশেল। 'জাওয়ান'খ্যাত অ্যাটলি পরিচালিত ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কাস্ট করা হয়েছে তাকে।
মন্তব্য করুন: