প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৬
গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও তাদের নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ ডিসেম্বর) বুধবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় সাধারণ শির্ক্ষাথীদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী সাদগ্রুপ ও ঈস্কনসহ দেশের অনান্য সকল অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আওয়ামী ও ভারতীয় দোসররা তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ও অন্তবর্তীকালিন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে গভীর চক্রান্ত করে আসছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সাদ গ্রুপ গত ১৭ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে রাতের আঁধারে ঘুমন্ত ও নামাজরত মুসল্লীদের উপর পরিকল্পিত নির্মম হামলা চালায়। এই ঘটনায় তিনজন শহীদ ও অসংখ্য মুসল্লী গুরুতর আহত হয়। আমরা এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দূর্জয়, মো. হাসিবুল হাসান, ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান সুরুজ, শিক্ষার্থী মো. মশিউর রহমান প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: