প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে জীবন আর মরণের মাঝপথে হতাশার বেড়াজালে কেউ কেউ আত্মহননের পথ বেচে নেয়। আবার কেউ কেউ দুরারোগ্য রোগের সাথী হয়। পাশাপাশি সঠিক সময়ে সৃষ্টিকর্তার ডাকে কাউকে সাড়া দিতে হয়। এভাবে ২০২৪ সালে বছরজুড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হারিয়েছে কিছু শিক্ষক-শিক্ষার্থী-কর্মকতাদের।
আত্মহত্যায় মৃত্যুর পথ:
সুইসাইড নোটে জীবন নিয়ে হতাশামূলক নানা কথা লিখে আত্মহত্যা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদনান ফেরদৌস নামের এক শিক্ষার্থী। গত ৮ অক্টোবর রাতে মানিকগঞ্জের নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। “আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়"- এমন হতাশার বাণী ছিল তার সুইসাইড নোটে।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল:
ক্যাম্পাস থেকে সিএনজি যোগে বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মনির হোসেন। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়া শহরে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় সে। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে সে মারা যায়।
ক্যান্সারে আক্রান্ত হয়ে পরপারে:
ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড.আ.ন.ম ইকবাল হোসাইন। গত ৪ মে রাত আড়াইটার দিকে ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাস্কুলাইটিস নামক বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পরপারে চিরতরে চলে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার ফুল। সে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ছিল। গত ১৪ মে সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাবনা জেলার সদর উপজেলায় তার বাসা।
স্বাভাবিক মৃত্যুর যাত্রী ইবি শিক্ষক:
ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড মোঃ রুহুল আমিন গত ২৫ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানান।
ইবি কর্মকর্তাদের মৃত্যু:
ঝিনাইদহ শহরে স্বামীকে নিয়ে দুই সতিনের ঝগড়ায় অসুস্থ হয়ে আব্দুল জব্বার নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক শাখা কর্মকর্তার মৃত্যুর অভিযোগ উঠে। গত ১৬ ডিসেম্বর ঝিনাইদহ শহরের কলাবাগান ৪ রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের বাসিন্দ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম আযম বিশ্বাস পলাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ৪ অক্টোবর রাতে চৌড়হাস উপজেলা রোডের নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মতিয়ার রহমান গত ১৮ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বিকেল ৪টায় কুষ্টিয়া সদস হাসপাতালে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন: