মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

প্রতিবন্ধীদের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯

প্রতিবন্ধীদের সাংবিধানিক ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আলাদা মন্ত্রণালয় গঠন এবং তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির ঢাকা বিভাগীয় সম্মেলনে এ দাবি জানানো হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলমতি রোজারিও।

সংগঠনের সভাপতি মো. রেজাউল কবির বলেন, সরকার যায়, সরকার আসে। কিন্তু ৫০ লাখ প্রতিবন্ধীর ভাগ্যের পরিবর্তন হয় না। তারা এখনও বৈষম্যের শিকার।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, প্রতিবন্ধীদের অধিকার আদায়ে অধিদফতর নয়, পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। তাহলে ৫০ লাখ প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার পেতে বেগ পেতে হবে না। পাশাপাশি তাদের সমাজে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি আইন বা বিধিমালা প্রণয়ন করা জরুরি।

তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, রাষ্ট্র ও সমাজের সম্পদ। যদিও আমাদের সমাজ ও রাষ্ট্র তাদের সেই চোখে দেখে না। রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের প্রতিবন্ধীদের সার্বিক বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ঢাকা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে প্রতিবন্ধীরা অবহেলিত। রাষ্ট্রব্যবস্থায় প্রতিবন্ধীদের চলাফেরা করার জন্য উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেই। মেট্রোরেলের দিকে তাকালেই এর বাস্তবতা ফুটে ওঠে। প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি বগির ব্যবস্থা করলে তেমন কোনো ক্ষতি হতো না।

তিনি আরো বলেন, অনেক প্রতিবন্ধীকে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত রিকশা চালাতে। অনেকে পান সিগারেট বিক্রি করে থাকেন। কেউ রমনা পার্কে ফুল বিক্রি করে সংসার চালান। আবার অনেক প্রতিবন্ধী আছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন। শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা বিসিএসসহ নন ক্যাডার চাকরিতে প্রবেশ করতে পারছেন না। তাদের প্রতি এ ধরনের বৈষম্য কেন- এমন প্রশ্ন তোলেন তিনি।

গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জাল হোসেন বলেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের সম্পদ হতে পারে। সেজন্য রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলে প্রতিবন্ধী সম্পাদক পদ সৃষ্টি এবং ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা উচিত। প্রতিবন্ধীদের জন্য কর্মব্যবস্থা ও বাজেটে অধিক বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর