প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৫:১৭
বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিং দম্পতির পুত্র ইব্রাহিম আলি খান। এখনও তিনি বলিউডে অভিষিক্ত হননি, কিন্তু তারকা দম্পতির সন্তান হওয়ায় নেটিজেনদের মাঝে প্রায়শই আলোচনায় থাকেন ইব্রাহিম। এর ওপর নিজের প্রেম নিয়েও বেশ চর্চায় থাকেন বলিউড তারকা সারা আলি খানের এই ছোট ভাইটি। হালে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছে বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। পলকের মা শ্বেতা তিওয়ারিও বলিউড অভিনেত্রী। মেয়ের প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও মুখ খুলেছেন শ্বেতা তিওয়ারি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে শ্বেতা তিওয়ারি বলেন, এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। আমি উপলব্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে। এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেনো বিরক্ত হবো ? ইন্টারনেট অনুযায়ী, পলক যেকোনও তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করছে। আর আমি নাকি প্রতিবছরই বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না।
অভিনেত্রী শ্বেতা'র কথায় - আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখন এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি হয়। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর, এটি আমাকে প্রভাবিত করে না। তিনি জানান, মেয়ে পলক তিওয়ারি যখন ট্রোলের শিকার হন, তখন মা হিসেবে চিন্তিত থাকেন। তবে শ্বেতা'র দাবি যে পলক এসব বিষয় সতর্ক হওয়া শিখে গেছে। শ্বেতা তিওয়ারি বলেন, মাঝে মাঝে ভয় হয়। পলক দেখতে যেমনই হোক না কেন, সে খুব সরল, কখনো মানুষের কথা ফিরিয়ে দিতে পারে না।
জানা গেছে, মা শ্বেতা তিওয়ারি মেয়ের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলেও পলকের বাবা রাজা চৌধুরী বিপরীত মন্তব্য করেছিলেন। অভিনেতা বলেন, এই সময়ের ছেলে - মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।
মন্তব্য করুন: