বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়
  • ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
  • প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে
  • ‘ডিবিতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’

শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতি, ৬০ লাখ টাকা মালামাল লুট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৫:৩৯

মাদারীপুর জেলার শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে শিবচর পৌরসভাধীন থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় শো রুমের মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের বাধা দিলে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে (৫০) পিটিয়ে আহত করে ডাকাতদল।

বিআরবি ক্যাবলের কর্মচারী তৌহিদ বিন সালাম জানান, 'শিবচর পৌরসভার থানা রোড এলাকায় স্বপন চৌধুরী ভবনের নিচতলায় বিআরবি ক্যাবলের শো রুম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে মালিকপক্ষ। বুধবার ভোর রাতে দোকানের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারী একদল ডাকাত। প্রথমে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে দাদন মিয়াকে।

এ সময় শো রুমের ভেতরে থাকা মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতির ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এদিকে বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর থানা পুলিশ ও বিআরবি ক্যাবলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে এই ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর