প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫, ১৫:১৫
সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে অবসরপ্রাপ্ত ব্রিগে: জেনা: নাসিমুল গনির লেখা "আঞ্চলিক নিরাপত্তা এবং চট্টগ্রাম শান্তি চুক্তি ১৯৯৭ বাংলাদেশ একটি অসমাপ্ত শান্তি বিনির্মাণে মডেল " বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নের বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। বইটি নিয়ে আলোচনা করেন মেজর দেল এইচ খান তিনি বলেন, এই বইটি জুলাই- আগষ্টে বীর শহীদদের জন্য উৎসর্গ করা হয়েছে। মোড়ক উন্মোচনে সভাপতিত্ব করেন বইটির লেখক ব্রিগেডিয়ার জেনা: নাছিমুল গনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল নুর উদ্দীন, লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, মেজর জেনারেল আলাউদ্দীন এম এ ওয়াদুদ-বিপি, মেজর জেনারেল জামিল-বিপি, রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল মনিশ দেওয়ান, অধ্যাপক আবুল কাসেম মজুমদার, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মিজানুর রহিম, জুলাই বিপ্লবে আহত ছাত্র ফারুক হোসেনসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবীরা ।
মন্তব্য করুন: