প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৫, ১৫:৪৩
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(মাভাবিপ্রবি) শেখ রাসেল হলের অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে হলের ভিতরে ও ত্রিসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক নোর্টিশের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শিক্ষার্থীর সেশন ও আইডি উল্লেখ করে এই নোটিশ দেওয়া হয়।
শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট ড. মো. আবু রাশেদ বলেন,পূর্বে হলের মিটিংয়ে শৃঙ্খলা বিষয়ে সিদ্ধান্ত হয়। আজকে সেই মিটিংয়ে আলোকে এবং হলের সার্বিক শৃঙ্খলার রক্ষায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন ওই শিক্ষার্থী ধূমপান করে হল থেকে বের হচ্ছিলেন, তখন এ ঘটনা হল প্রভোস্টের নজরে আসে। তৎক্ষণাৎ প্রভোস্ট তাকে ডেকে নিয়ে বিস্তারিত জানতে চান এবং পরবর্তীতে তার বিভাগ ও আইডি উল্লেখ করে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেন।
নোটিশে আরো উল্লেখ করা হয় অন্য কোন শিক্ষার্থী যদি একই অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে ও হল প্রশাসন অনুরুপ সিন্ধান্ত নিবে।
মন্তব্য করুন: