মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫, ১৭:১৫

লক্ষ্মীপুরে পৃথক স্থানে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজার ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- সদর উপজেলার মির্জাপুর এলাকার মুনছুর মিয়ার ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পিয়াস আহমেদ (১৮) এবং পৌরসভার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন (২৩)।

অন্যদিকে আহত সিফাত হোসেন, তানভীর হোসেন, সাব্বির হোসেন, নোমানুর রহমান নোমান ও জাহিদ হোসেনসহ ৯ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিফাত হোসেন ও তানভীর হোসেনের অবস্থা আশঙ্কাজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মির্জাপুর এলাকার নিজ বাড়ি থেকে কলেজছাত্র পিয়াস আহমেদ ও দুই বন্ধুসহ তিনজন মোটরসাইকেল নিয়ে পালেরহাটের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার তিন যাত্রীসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান পিয়াস আহমেদ। অন্য আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সদর ও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া লক্ষ্মীপুর-রামগতি সড়কের পেয়ারাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ফরহাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনা চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিফাত হোসেন ও তানভীর হোসেন নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর