মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

ইবির হিসাববিজ্ঞান বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫, ১৭:৩৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. জামাল উদ্দিন। এসময় বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাকক্ষে এ সভাপতি দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন। সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দু সাহা, ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমান ও অধ্যাপক ড. সাইফুল ইসলাম, হিউম্যান রিসোর্স ও ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম সহ ঐ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, সভাপতির দায়িত্বে ছিলাম তিন বছর এবং এখানে চাকরির বয়স ২০ বছর। বিগত সময়ে সভাপতিদের সাথে থেকেছি এবং শিখেছি। কিন্তু যখন আমি এ দায়িত্বে এসেছি তখন বুঝতে পেরেছি এখানে দায়িত্ব ঠিক কতটুকু। সভাপতি হিসেবে আমার দায়িত্ব শেষ হয়েছে তবে শিক্ষক হিসেবে বিভাগে আছি বিভাগে থাকবো।

তিনি আরও বলেন, দায়িত্ব পালন কালে আমি একটা প্রবলেম চরমভাবে ফেস করেছি সেটা হলো আমার মতো বিভাগ একটা-দুইটা আছে যেখানে প্রত্যেকটা রেজ্যুলেশন, প্রত্যেকটা নোটিশ চেয়ারম্যানকে টাইপ করতে হয়। এটা ইনহিউম্যান মনে হয়েছে আমার কাছে। এবং যে কারণে আমি দেখতাম সেলিনা ম্যাডাম চেয়ার থেকে নড়তে পারে না। আমার পাশে অন্য ডিপার্টমেন্ট আছে। সেখানে চেয়ারম্যান জানতেও পারে না কী নোটিশ দিতে হয়। এটি আসলে চেয়ারম্যানশিপ চালানোর জন্য সবচাইতে বড় বাঁধা এখানে। আমরা সবাই চেষ্টা করেছি একজন টাইপিস্ট নিয়ে আসবো কিন্তু বিশ্ববিদ্যালয় দেয় না। এ বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে দেখা উচিত। সব শেষে দায়িত্ব পালনের সময় বিভাগের সকল শিক্ষকদের পক্ষ থেকে যে সহযোগীতা পেয়েছি যার জন্য তাদের নিকট চির কৃতজ্ঞ থাকবো।

নব-নিযুক্ত সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, আমার ছাত্রের নিকট থেকে আমি দায়িত্ব নিয়েছি। এটা আমার কাছে গর্বের বিষয়। এ বিভাগ পরিচালনা করতে আমার কষ্ট হবে না। এখানে সবাই পরিবাবের মতো এবং পূর্বে সকলের সহযোগিতা পেয়েছি। আগের সভাপতি মহাদয়গণ যেভাবে বিভাগ পরিচালনা করেছেন আমি সেই ধারাবাহিকতা বজায় রাখবো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর