প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৫, ১৭:০১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউছার আহমেদ পাটোয়ারী এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।
প্রথমে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপরে ক্রেস্ট প্রদান করে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, 'আমি এই প্রথম এসোসিয়েশনের প্রোগ্রামে কথা বলছি। চাঁদপুরের আমরা যারা শিক্ষক আছি আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। আমি আশাকরি তোমাদের মধ্যেও এমন সম্পর্ক হবে এবং তোমরা পলিটিক্যাল কাজে এসোসিয়েশন ব্যবহার করবে না। অন্য জায়গায় এসোসিয়েশনের অনেক প্রোগ্রাম হয় কিন্তু আমাদের চাঁদপুরের কোনো প্রোগ্রাম হয় না অনেকদিন। আজকে হচ্ছে, তাই বর্তমান কমিটিকে অসংখ্য ধন্যবাদ! বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খায় ঘুমায়, আশেপাশে কি হয় তারা কিছু দেখে না। ফাইনাল ইয়ারে গিয়ে হুঁশ হয় আমার জব লাগবে তোমরা তখন সচেতন না হয়ে আগেই সচেতন হও ক্যারিয়ার রিলেটেড কাজ করো। বিভিন্ন ক্লাব আছে সেগুলো তে কাজ করো। সবশেষে কমিটির সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, 'আমি একটু উপদেশ দিই, আমি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট জাহাঙ্গীরনগর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বড় পার্থ্যক্য আছে এখানে অনেকে কোন কাজের আগে একটা নেগেটিভ মনোভাব রাখে যা উচিত না। এই এসোসিয়েশনের আপনারা যারা আছেন আপনারা যোগ্যতা বাড়ান। বিতর্ক করুন, থিয়েটার করুন, লিডারশিপে আসুন। যোগ্যতা অর্জন করুন। সেই যোগ্যতাগুলো কাজে লাগান, আপনারা যদি কিছু করেন তাহলে আমরা গর্ব করে বলতে পারবো সে আমাদের চাঁদপুরের। আপনারা সেদিকে খেয়াল রাখুন এবং যোগ্যতা অর্জনে কাজ করুন।'
অনুষ্ঠানের সভাপতি রাসেল হোসেন বলেন, 'আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের একটা প্রোগ্রাম হওয়া উচিত ছিল অনেকদিন পরে সেটা সম্ভব হলো। অনেক উদ্যোগের পর আজকে একটা আয়োজন করা সম্ভব হলো। নবীন সবাইকে অনেক অভিনন্দন তোমাদের হাত ধরে আমাদের সংগঠন এগিয়ে যাবে আশাকরি। আমাদের সংগঠনের শিক্ষকরা অনেক আন্তরিক তারা সবসময় আমাদের সাহায্য করে এবং আমাদের বলে তোমরা কাজ করো। আগামী তে আমরা আরো অনুষ্ঠান করার চেষ্টা করবো।'
মন্তব্য করুন: