প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১৫:১১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বৈরাচারের সাথে সম্পর্কিত সব ভবনের নাম পরিবর্তন এবং জুলাই বিপ্লবে কুষ্টিয়া-ঝিনাইদহের শহিদদের নামানুসারে নতুন ভবনগুলোর নামকরণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট। আপনারা এগুলো পড়ুন ও ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন। এ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। সর্বোপরি সকলের উচিত শহিদদের মূল্যায়ন করা।
শফিকুল আলম আরও বলেন, জাস্টিস অ্যান্ড একাউন্টিবিলিটি নিশ্চিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ চলমান রয়েছে। এছাড়াও জুলাই বিপ্লবের প্রত্যক্ষদর্শী আমি। খুব কাছ থেকে দেখেছি। যেভাবে ছাত্রজনতাকে নির্মমভাবে শহিদ করা হয়েছে, একইভাবে তাকেও শাস্তি পাওয়া উচিত। সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।
মন্তব্য করুন: